ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘উলটো’ ব্লাউজে ট্রোল হলেন আলিয়া! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২২ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:১৭, ২২ নভেম্বর ২০২১

বি টাউনে বিয়ের মৌশুম। নেটপাড়ায় এবারে ভাইরাল আদিত্য শীল এবং অনুষ্কা রঞ্জনের বিয়ের ছবি। কিন্তু তার চেয়েও ভাইরাল অনুষ্কার বান্ধবী আলিয়া ভাটের ব্লাউজ।

বন্ধবী বলে কথা! এই বিয়েতে তাই বিশেষ অতিথি ছিলেন আলিয়া। এসেছিলেন সেজেগুজেই। 

তবে সঙ্গীত সন্ধ্যাতেই যত বিপত্তি। এই দিন আলিয়া পরেছিলেন বেবি পিঙ্কের ওপর নিওন সবুজ মোটিফের লেহেঙ্গা। 
যার ব্লাউজের কারণেই দিন শেষে ব্যাপক ট্রোল হতে হয়েছে আলিয়াকে। 

ব্লাউজের ডিজাইন দেখেই নেটিজেনদের প্রশ্ন, ব্লাউজ কি তবে উলটো করে পরে ফেলেছেন আলিয়া? 

এই পোশাকটিকে 'ফ্যাশন ডিজাস্টার' বলেও উল্লেখ করেছেন অনেকে। 

যদিও এ ব্যাপারে একেবারে নির্বিকার ছিলেন আলিয়া।

এদিকে আলিয়ার এই ট্রোলের কারণে কি চাপা পড়ে গেল আদিত্য-অনুষ্কার বিয়ের রোশনাই? মোটেই না। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেই দেখা গেছে, কেমন জাকজমক ছিল বিয়ের আয়োজন। অনুস্কা-আদিত্যর সম্পর্ক যে কতটা মিষ্টি-মধূর আর খুনসুটিময় সেটিও কিন্তু  ধরা পড়েছে ফটোগ্রাফারের লেন্সে।

 

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি