ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আদালতে যুবনেত্রী সায়নী ঘোষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২২ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:৩০, ২২ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

অভিনেত্রী ও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে রবিবার গ্রেফতার করার পর ত্রিপুরার রাজনীতিতে উত্তাপ বেড়েছে কয়েকগুণ। এই পরিস্থিতিতে সোমবার সকালেই আগরতলা পৌঁছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

বিমানবন্দরেই সায়নীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। অভিষেক জানতে চান, ‘‘সায়নী কী করেছিল? খেলা হবে স্লোগান দিয়েছিল। সেই স্লোগান তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিয়েছিলেন। তবে কি তাকেও গ্রেফতার করা হবে? আর যারা গত ক’দিন ধরে তৃণমূলের কর্মীদের মারধর করেছেন। এমন ৫০টি মামলা রয়েছে। তাদের মধ্যে কতজনকে গ্রেফতার করা হয়েছে?’’

এরপর অভিষেক সায়নীর সঙ্গে থানায় দেখা করতে গেলেন। এর আগে ব্রাত্যরা ব্যর্থ হওয়ায় সায়নীর সঙ্গে আগরতলা পূর্ব মহিলা থানায় দেখা করতে গেলেন তিনি।

সায়নীকে আজ সোমবার বিকেলে আদালতে তোলা হয়। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তৃণমূল যুবনেত্রীর বিরুদ্ধে। এ সময় দু’দিনের জন্য হেফাজতে চাইল পুলিশ। 

এদিকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বললেন, রাজনৈতিক স্বার্থেই গ্রেফতার করা হয়েছে সায়নীকে। ত্রিপুরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। রিপোর্ট তলব করা হয়েছে ত্রিপুরা সরকারের কাছে।’’

আগরতলা পূর্ব মহিলা থানায় রাখা হয়েছে সায়নী ঘোষকে। তার সঙ্গে সোমবার দেখা করতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ এবং সুস্মিতা দেব। তৃণমূল নেতাদের থানায় ঢুকতে বাধা দেওয়া হয়। ত্রিপুরা প্রশাসন জানিয়ে দেয়, শুধু আইনজীবীরাই কথা বলতে পারবেন তৃণমূল যুবনেত্রীর সঙ্গে। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি