ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন পরিকল্পনায় সালমান খান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ২৩ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বেশ অনেকদিন ধরেই যেন খরা চলছে বলিউডের ‘ভাইজানের’ কাজে। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। একসময় যেমন ভাইজানের নাম শুনলেই হিট হত ছবি, তবে আজকাল তা যেন কিছুটা ম্লান। তবে তাতে থেমে নেই ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। 

মুক্তি পেতে চলেছে সালমানের নতুন ‘ছবি’ অন্তিম। আর এই ছবির মধ্য দিয়ে অভিষেক হতে চলেছে সালমানের বোনের স্বামী আয়ূশ শর্মার।

তবে বিষয়টা নতুন ছবির প্রমোশন নিয়ে নয়। চমক জাগানিয়া তথ্যটি হচ্ছে এবার নাকি সিনেমা হল খুলতে চলেছে সালমান খান। মুম্বাইয়ের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন আইনক্স,  পিভিআরের সঙ্গে টেক্কা দিতে সিনেমা হলের ব্যবসায় নামতে চলেছেন ‘ভাইজান’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, “অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম। যদি এই অতিমারী পরিস্থিতি না হত,  তাহলে এতদিনে আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হয়ে যেত। তবে খুব শিগগিরই সালমান টকিজ খুলতে চলেছি।”

যদিও করোনার এই সময়ে এমনিতেই সিনেমা হলে দর্শকের সংখ্যা কমেছে। মানুষ এখন মুঠোফোনে ওটিটিতে সিনেমা দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছে। সেক্ষেত্রে সালমান টকিজ কতটা চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সালমান জানিয়েছেন, কীভাবে দর্শককে আবার সিনেমা হলে আনতে হয় সেটা বলিউড নতুন করে ভাবতে শুরু করেছে। 

“বলিউডের একটা অংশ হয়ে সেটা আমারও দায়িত্ব,  তাই এসব কিছুকেই মাথায় রাখা হচ্ছে। করোনা আবহ কাটলেই সিনেমা হল খোলা নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে।”
সূত্র: সংবাদ প্রতিদিন
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি