ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রানওয়েতে কুকুর, ১৫ মিনিট আকাশেই চক্কর দিলো সায়নীদের প্লেন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৪ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে গ্রেফতার হয়েছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। জামিনও মেলে তার। মুক্ত হয়ে সায়নী বলেন, সত্যের জয় হলো, মিথ্যা মামলা করে তাকে দমানো যাবে না। ত্রিপুরায় গিয়েই এই বিপত্তি, আবার সেখান থেকে কলকাতা ফেরার পথেও আরেক বিপত্তিতে সায়নী। 

ঘটনাটি দমদম বিমানবন্দরের। ত্রিপুরা থেকে ফিরেছেন সায়নী ও তৃণমূলের অন্যান্য নেতারা। কিন্তু প্লেন আর রানওয়েতে নামতে পারেনা। চক্কর দিতে থাকে আকাশে। 

প্লেনটি নাকি নামার জন্য পুরো প্রস্তুত ছিল। কিন্তু নামতে গিয়ে ঝাঁকুনি অনুভুত হয়, যেকারণে আবার ওপরে উঠে যায়। এর কারণ খুঁজতে গি য় দেখা যায়, রানওয়েতে নাকি ঢুকেছিল কুকুর। 

এই কারণেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল প্লেন অবতরণ করতে নিষেধ করেছিল।

শেষ পর্যন্ত পাক্কা ১৫ মিনিট পর অবতরণ করেছিল প্লেনটি।  

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি