ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

‘মিশন এক্সট্রিম’, ফুল প্যাকেজে আরিফিন শুভ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ২৪ নভেম্বর ২০২১

ট্রেলার দেখে যদি কেউ বলিউড কিংবা হলিউডের অ্যাকশন সিনেমা ভেবে বসেন তাহলেও  কিন্তু  অবাক হওয়ার কিছু নেই। কারণ একটি পূর্ণ সিনেমায় যা যা প্রয়োজন তার সবই দেখা গেছে ঢাকাই সিনেমা মিশন এক্সট্রিমের তিন মিনিটের ট্রেইলারে।

বিশ্বের তিনটি মহাদেশে ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’, বিষয়টি আগেই জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। এবার তাতে যুক্ত হলো ৪র্থ মহাদেশ। ইউরোপেও মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার 'মিশন এক্সট্রিম'। 

রহস্য এবং অ্যাকশনে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিই দেখা গেছে তিন মিনিটের ট্রেইলারে। যা আরও আকর্ষনীয় হয়ে উঠেছে সামান্য রোম্যান্স দৃশ্যের মিশেলে।  

কপ ক্রিয়েশনের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। যিনি এই সিনেমার জন্য নিজেকে ভেঙে চুরে গড়েছেন। রীতিমত বডি ট্রান্সফরমেশন করে পর্দায় উপস্থিত হয়েছেন ভিন্ন লুকে। 

সিক্স প্যাক দেখিয়েই খান্ত হননি শুভ, দেখিয়েছেন কণ্ঠের যাদুও। সিনেমার প্রচারের জন্য নির্মিত র্যােপ গান ‘কইরা দেখা’তেই কণ্ঠ দিয়েছেন তিনি।  

গান গাওয়া অবশ্য এই অভিনেতার কাছে নতুন কিছু নয়। তবে গান আর র‌্যাপ যে এক বিষয় নয়, করতে গিয়ে তা খুব ভালোভাবেই বুঝেছেন শুভ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি