ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাবার সঙ্গে ব্যায়ামে ব্যস্ত এক রত্তি ইউভান! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২৪ নভেম্বর ২০২১

টালিপাড়ার জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্টার কিড হওয়ায় ব্যাপক জনপ্রিয় তাদের একমাত্র সন্তান ‘ইউভান’ও। মা-বাবার আনন্দঘন মূহুর্তকে আরও আনন্দময় করে তুলতে এখন ইউভানের জুড়ি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় এই সুখি পরিবারের খুনসুটি। 

ইনস্টাগ্রামে পোস্ট করা তেমনই একটি ভিডিওতে এবারে চমক দেখালো এক রত্তি ইউভান। ভিডিওটিতে রীতিমত বাবার সঙ্গে ব্যায়াম করতে দেখা গেল তাকে। 

দেখা গেল, ঘরের মধ্যেই বাবার কোলে চড়ে কাঠের লম্বা পাটাতন ধরে ঝুলে পড়েছে ইউভান! যেভাবে জিমে গিয়ে সবাই নিজেদের হাতের পেশি বাড়ায় ঠিক সেভাবেই ইউভান ‘চিন আপ’ করছে। তবে তার নেপথ্যে রয়েছে বাবা রাজের কারসাজি। 

ছেলের এই কসরত আবার মুঠোফোনে বন্দি করে ফেলেছেন মা শুভশ্রী। আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেই আবারও হিট ইউভান। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি