ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্বামীসহ ওমরাহ করতে গেলেন নায়িকা মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ২৪ নভেম্বর ২০২১ | আপডেট: ২২:৩৬, ২৪ নভেম্বর ২০২১

বিয়ে, সংসার, প্রেম নিয়ে বরাবরই আলোচনায় থাকেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার নায়িকা মাহি স্বামী রাকিক সরকারকে নিয়ে সৌদি গেলেন ওমরা হজ পালন করতে। বোরখা পরে মাথায় হিজাব বেঁধে সেই ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।

সেখানে এক ক্ষুদে বার্তায় তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ হজে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে।’  

তিনি তার বর্তমান স্বামী রাকিক সরকারকে ধন্যবাদ দিয়ে তার জন্য দোয়া করে লেখেন, ‘তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া।’ এরপর দুই জনের জন্য দোয়া কামনা করেন মাহিয়া মাহি।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি