ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ববের ওজনে অভিষেকের বিড়ম্বনা! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:৫৪, ২৬ নভেম্বর ২০২১

চরিত্রের প্রয়োজনে নিজেদের পরিবর্তন করা অভিনেতাদের কাছে নতুন বিষয় নয়। তবে এবারে ক্রাইম থ্রিলার ধর্মী ‘বব বিশ্বাস’ সিনেমার জন্য ওজন বাড়িয়ে এক রকম বিপাকেই পড়েছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। 

এই সিনেমার বব চরিত্রের জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেজিতে ঠেকিয়েছিলেন অভিষেক। কিন্তু এর পরেই  করোনা মহামারি শুরু, লকডাউনে বন্ধ হয়ে যায় শুটিং। 

সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিংই শেষ হয়ে গিয়েছিল। মাত্র ১০ থেকে ১৫ দিনের কাজ বাকি ছিল, যা আটকে যায় লকডাউনে। 

সামান্য এই কাজ টুকু বাকি থাকায় আর আগের ওজনে ফেরার অনুমতি পাননি অভিষেক। লকডাউনজুড়ে ধরে রাখতে হয়েছে ১০৫ কেজি ওজন। যেটা নাকি খুব কঠিন ছিল বলেই জানিয়েছেন তিনি। 

এর আগে পরিচালক সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমায় আবির্ভাব ঘটে বব বিশ্বাস চরিত্রের। এবারে পরিচালকের কন্যা অর্ণপূর্ণা ঘোষ, বাবার সিনেমার সেই চরিত্রকে ঘিরেই তৈরি করলেন 'বব বিশ্বাস' সিনেমাটি। আর ববের চরিত্রে শ্বাশত চট্টোপাধ্যায়ের পরিবর্তে বসিয়ে দিলেন অভিষেক বচ্চনকে। 

মূলত একজন ঠাণ্ডা মাথার ভাড়াটে খুনি বব। 'কাহানি' সিনেমায় মূল চরিত্র এটি না হলেও এবারের এই সিনেমার কাহিনী ঘুরবে ববকে কেন্দ্র করেই।   

এরইমধ্যে সিনেমাটির ট্রেইলর বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ‘বিগ বি’ অমিতাভ বচ্চনও নাকি অভিষেকের প্রশংসা করেছেন।

তিন ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে 'বব বিশ্বাস'।

সূত্র: এবিপি আনন্দ
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি