ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ক্যাটরিনার সঙ্গে ভিকির বিয়ে হচ্ছে না!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৬ নভেম্বর ২০২১

ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ে নিয়ে ভক্তদের ঘুম নেই। কিন্তু এর মধ্যে বের হলো ভিন্ন খবর। বিয়ের দিন তারিখ ঠিক। গোছগাছ শুরু ইতিমধ্যেই।

হবু কনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেন্দি। উৎসবের মুহূর্ত লেন্সবন্দি করতে আনা হচ্ছে বিদেশী চিত্রগ্রাহক। কিন্তু ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়েটাই নাকি হচ্ছে না!

তাহলে এত আনন্দ-আয়োজন কি বৃথা?

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে ভিকির চাচাতো বোন উপাসনা বোরা জানিয়েছেন ‘ভিক্যাট’-এর বিয়ের খবর মিথ্যে। পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, “সংবাদমাধ্যম ভিকি এবং ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। যদি সত্যিই বিয়ে হয়, আমরা নিজেরাই জানাব। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।”

বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে তাদের। তার আগেই হবে আইনি বিয়ে। তবে এ সবই কি মিথ্যে? প্রেমকে পরিণতি দিয়ে সাতপাক ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময় বলে দেবে এর উত্তর। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি