ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

স্ত্রী-সন্তানের প্রশ্নে বিব্রত সালমান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২৭ নভেম্বর ২০২১ | আপডেট: ১৪:০৭, ৩০ নভেম্বর ২০২১

সালমান খানকে বলা হয় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। কিন্তু মেঘে মেঘে বলিউড ভাইজানের বয়স ৫৫ তে গিয়ে ঠেকেলেও এখনও বিয়ে করার নামগন্ধটিও নেই। একের পর এক প্রেমের গুঞ্জনে বলিপাড়াকেও মাতিয়ে রাখেন তিনি। শুধু সংসার পাতার প্রশ্ন এলেই বার বার এড়িয়ে যান ব্যাপারটিকে। 

কিন্তু গত ২১ জুলাই ভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর একটি পর্বে অংশ নিয়ে  বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন বলি সুলতান।

শোয়ের একটি পর্ব ছিলো সোশ্যাল মিডিয়ার মন্তব্য নিয়ে সালমানের প্রতিক্রিয়া জানানোর। এসময় একজন নেটিজেনের মন্তব্য পড়ে শোনান আরবাজ খান।

মন্তব্যটি ছিল - ‘‘কোথায় লুকিয়ে আছো ভীতু? ভারতের সবাই জানে যে, তুমি দুবাইতে নিজের স্ত্রী নূর এবং ১৭ বছরের সন্তানের সঙ্গে আছো। ভারতের মানুষকে আর কত দিন মুর্খ বানিয়ে রাখবে?’’

প্রথমে সালমান বুঝতে না পেরে জিজ্ঞেস করেন, ‘‘কাকে উদ্দেশ্যে এটা বলা হয়েছে?’’ আরবাজ বলেন, অবশ্যই তোমাকে নিয়ে।

তখন জবাবে সেই নেটিজেনকে ধুয়ে দেন সালমান খান। বলেন, ‘‘এসব মানুষ খুবই জ্ঞানী! একদম বাজে কথা এটা। আমি জানি না, এগুলো কে বলেছে বা কোথায় লেখা হয়েছে, তারা কী মনে করে এইসব প্রশ্নের উত্তর দিয়ে আমি তাদের গুরুত্ব দেব? ভাই, আমার কোনও বউ নেই। আমি ভারতেই থাকি, আর গোটা ভারত জানে আমি কোথায় থাকি। আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না।’’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি