ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কী সারপ্রাইজ দিতে চলেছেন আমির-রণবীর?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২৮ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ভক্তদের নাকি বড়সড় সারপ্রাইজ দিতে চলেছেন আমির খান ও রণবীর কাপুর। বেশ কয়েকদিন ধরেই বলিউডে কান পাতলে শোনা যায় এমন খবর। খুব শিগগিরই নাকি চমকে দেওয়া দুই চরিত্রে দেখা যাবে আমির খান ও রণবীর কাপুরকে।

শোনা যায় সম্প্রতি এক খ্যাতনামা পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা হয়েছে আমির ও রণবীরের। দুই অভিনেতাই নাকি পছন্দও করেছেন ছবির চিত্রনাট্য। 

কিন্তু কোন সে সিনেমা? কে সেই পরিচালক? 

পরিচালকের নাম এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে রাজকুমার হিরানির নাম। সেইসঙ্গে অনেকেই মনে করছেন, হয়তো ‘পিকে টু’ (PK 2) সিনেমারই চিত্রনাট্য পড়েছেন রণবীর ও আমির।

তবে এ নিয়ে দুই অভিনেতার কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যেহেতু ‘পিকে’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীরকে। সে কারণেই এ গুঞ্জন।

বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২০২২ সালের শুরুর দিকেই নাকি এই সিনেমার শুটিং শুরু হবে।

আপাতত, ‘লাল সিং চাড্ডার প্রচার নিয়েই ব্যস্ত আমির খান। ২০২২ সালে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে এ ছবির নতুন পোস্টারও।

অন্যদিকে, বহুদিন ধরেই আটকে রয়েছে আলিয়া ও রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মুক্তি। তবে গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে দুই অভিনেতার অনুরাগীরা দারুণ এক সারপ্রাইজ পেতে চলেছেন, এতে কোনও সন্দেহ নেই।

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি