ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত কাজলের বোন তানিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২৮ নভেম্বর ২০২১

বোন কাজল এবং মা তনুজার সঙ্গে তানিশা

বোন কাজল এবং মা তনুজার সঙ্গে তানিশা

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কাজলের বোন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি নিজেই। পোস্টে তিনি লিখেছেন, ‘সবাইকে জানাচ্ছি, আমি করোনা ভাইরাসে আক্রান্ত। এই মুহূর্তে নিজেকে সকলের থেকে আলাদা করে রাখছি’। 

বাড়িতে আপাতত আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। করোনা পরিস্থিতি কিছুটা সামলে উঠতেই কিছুদিন আগে কাজে যোগ দিয়েছিলেন তানিশা। 

‘Sssshhh’ ছবি দিয়ে ২০০৩ সালে বলিউডে ডেবিউ করেন তানিশা। নীল অ্যান নিকি, সরকার, ট্যাঙ্গো চার্লি এবং ওয়ান টু থ্রি-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। 

বিগ বসের ৭ নম্বর সিজেনে অংশগ্রহণ করেছিলেন তিনি। খতরো কে খিলাড়ি ৭ এ ও অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। 

অভিনেত্রী তনুজার মেয়ে এবং কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। তনিশা বরাবরই বলে এসেছেন, কাজল তার দ্বিতীয় মা। জীবনের সমস্ত কাজে দিদির সম্মতি তার কাছে প্রাধান্য পায়। যদিও, দিদির পদাঙ্ক অনুসরণ করে বলিউডে পা রাখলেও সেভাবে সাফল্য পাননি তনিশা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি