ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চুপিচুপি ক্যাটরিনার বাড়ির নীচে ভিকি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ৩০ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সোমবার রাতে ক্যাটরিনার বাড়ির বাইরে দেখা মিলল ভিকি কৌশলের। ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করছেন ভিকি-ক্যাট, আপাতত এটাই পাকা খবর! যদিও অভিনেতার পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা উড়িয়ে দেওয়া হয়েছে। প্রকাশ্যেও এই নিয়ে কথা বলতে দেখা যায়নি দুই তারকাকে। তবে, রাতে  চুপিচুপি প্রেমিকার সাথে দেখা করতে আসা আবারও উসকে দিল বিয়ের জল্পনা। 

ক্যাটরিনার সাথে দেখা করে বেরনোর পথে ক্যামেরায় বন্দি হন ভিকি। দেখা যায় গাড়ির পিছনের সিটে বসে কারও সাথে ফোনে কথা বলছেন তিনি। লেডি লাভের সাথে দেখা করতে একাই এসেছিলেন ‘উড়ি’ নায়ক। গ্রে টি শার্ট আর কালো গ্লাসে এদিন দেখা মিলল তার।

সোমবার দুপুরের দিকে শপিং করতে দেখা গিয়েছিল ক্যাটরিনার মাকেও। যা বিয়ের প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। 

শোনা যাচ্ছে, সামনের সপ্তাহে মুম্বাইতে রেজিস্ট্রি সারবেন ভিকি-ক্যাট। আর তারপর উড়ে যাবেন রাজস্থান। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বসবে রাজকীয় বিয়ের আসর। এর মধ্যে নাকি সমস্ত গোছগাছ ও আয়োজন দেখতে সেখানে পৌঁছে গেছে তাদের টিম। 

রণবীর আর দীপিকার মতই ‘নো ফোন’ পলিসি রাখতে চলেছেন এই জুটিও। করোনার নতুন ভেরিয়েন্টের কথা মাথায় রেখে নাকি অতিথি তালিকাতেও শেষ মুহূর্তে কিছু রদবদল করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এসবি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি