ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগদান সারলেন হলিউড তারকা লিন্ডসে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৩০ নভেম্বর ২০২১

তিন বছর প্রেমের পর বাগদান সারলেন হলিউড তারকা লিন্ডসে লোহান। রোববার প্রেমিক বেডার শামাসের সঙ্গে ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করে বাগদানের খবর দিয়েছেন লিন্ডসে। 

৩৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী ও গায়িকা লিখেছেন, “আমার ভালোবাসা, আমার পরিবার, আমার ভবিষ্যৎ।”

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে লিন্ডসের বাম হাতের অনামিকায় ডায়মন্ডের রিং দেখা গেছে। বেডারকে পোস্টটি ট্যাগ করে ভালোবাসার বার্তা জানিয়েছেন এ অভিনেত্রী।

দুবাইভিত্তিক একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন ৩৪ বছর বয়সী বেডার।  প্রায় তিন বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ‘দ্য প্যারেন্ট ট্রাপ’ চলচ্চিত্রের এই নায়িকা।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ও ইউনিভার্সিটি অব টাম্পায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফাইন্যান্সে পড়াশোনা করেছেন লোহানের হবু বর। আর লিন্ডসে লোহান কয়েক বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন।

এর আগে রাশিয়ান ধনকুবের ইগোর তারাবাসোভের সঙ্গে বাগদান হয়েছিল লিন্ডসে লোহানের। ২০১৭ সালে সেই সম্পর্কে ইতি টেনেছেন তারা।

‘ফ্রেকি ফ্রাইডে’, ‘কনফেশন অব দ্য টিনেজ ড্রামা কুইন’ ও ‘মিন গার্লস’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন লিন্ডসে লোহান। অভিনয়ের পাশাপাশি গায়িকা, ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনার হিসাবেও তার পরিচিতি রয়েছে। 

সূত্র: সিএনএন 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি