ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘আমি কি নরখাদক?’ ফেক নিউজের বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রীলেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:০৩, ১ ডিসেম্বর ২০২১

সেলেব্রেটিদের নিয়ে মুখোরোচক খবর নতুন কথা নয়, কিন্তু তাই বলে কোনও তারকা যে কথা বলেননি তেমন মন্তব্য তার বলে চালিয়ে দেওয়াটা অনুচিতই শুধু নয়, তা আইনত অপরাধও বটে। তারপরেও অনেক সংবাদমাধ্যমই তেমনটা করে।

এবারেই এমনই এক সংবাদমাধ্যমের ফেক নিউজের শিকার হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তা মোক্ষম জবাবও দিয়েছেন স্পষ্টভাষী শ্রীলেখা। 

 সম্প্রতি এক নিউজ পোর্টাল শ্রীলেখাকে নিয়ে একটি কুরুচিকর প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে শ্রীলেখা বলেননি এমন কথা তিনি বলেছেন বলেই প্রচার করা হয়েছে। এতেই ক্ষেপলেন শ্রীলেখা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করে পোস্ট দিলেন। আর ক্যাপশনে লিখেছেন, এমন কথা কেউ কখনও বলতে পারে!, আমি কি নরখাদক হয়ে গেছি?


ফেক নিউজ নিয়ে শ্রীলেখার পোস্ট 

 

ফেক নিউজ নিয়ে শ্রীলেখার পোস্ট 

এমন ফেক নিউজ যারা করেছে এবং তাতে যারা কমেন্ট করছেন সবাইকে হুঁশিয়ারি দিয়ে শ্রীলেখা বলেছেন, “সব নোট করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে যথাসময়ে। আমার থেকে সাবধানে থাকুন।“  

অনুরাগীদের উদ্দেশ্যে শ্রীলেখা বলেন, ‘দয়া করে রিপোর্ট করুন এই পোস্টে’। যদিও শুভাকাঙ্খীরা অভিনেত্রীকে উপদেশ দিয়েছেন, চটজলদি আইনি ব্যবস্থা নিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি