ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ডাবল ডোজ টিকার পরেও কোভিডে আক্রান্ত শীলাজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ১ ডিসেম্বর ২০২১

বিক্রম ঘোষ, অনির্বাণ চট্টোপাধ্যায়ের পর এবারে কোভিড পজিটিভ টালিউডের সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার। বর্তমানে গ্রামের বাড়ি বীরভূমে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে নানা ছবিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। 

গায়ক জানিয়েছেন, তিনি এমনিতে ঠিক আছেন। কিন্তু গত দু'দিন ধরে বুঝতে পারেন গন্ধ পাচ্ছেন না। তারপর খেয়াল করেন উগ্র গন্ধও নাকে আসছে না। সঙ্গে একটা জ্বর জ্বর ভাব ছিল। পরীক্ষা করার পর করোনা পজিটিভ আসে। 

আপাতত হোম আইসোলেশনেই আছেন তিনি। এর আগেও চিকিৎসকের কথা মতো করোনা পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। 

শিলাজিৎ মজা করে জানান, ‘যতই আমরা বি পজিটিভ, বি পজিটিভ বলি না কেন, সব ঘেঁটে যায়। আমার বন্ধুরা আমাকে নিয়ে মজা করে বলত, আমার নাকি কখনও করোনা হবে না। আমি তো শুধু ভাবছি করোনার দুটো টিকা নেওয়ার পরেও কী করে এমন হল।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএমএ/এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি