ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

অপু বিশ্বাস ও জয় চৌধুরীর ঠোঁটে ‘পাগল মন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৯:০৩, ১ ডিসেম্বর ২০২১

নব্বই দশকের সাড়া জাগানো গান  ‘ও পাগল মন, মনরে, মন কেন এত কথা বলে’। সেই গানেরই কিছু অংশ ব্যবহার করা হচ্ছে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায়। এই গানের (রিমেক) সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক জয় চৌধুরী।

সোলায়মান আলী লেবু ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় ‘পাগল মন’ গানটির জন্য অপু-জয় শুটিং করেছেন। মঙ্গলবার সারাদিন এফডিসিতে সেট নির্মাণ করে এর দৃশ্য ধারণ করা হয়েছে। যেখানে রাধা-কৃষ্ণ রূপে দেখা গেছে অপু বিশ্বাস ও জয় চৌধুরীকে। 
   
পাগল মন গানটির মিউজিক করেছেন জাবেদ আহম্মেদ কিছলু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন এ কে আজাদ।

গানটি নিয়ে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, কপিরাইট নিয়ে ৫০ শতাংশ লিরিক্স রেখে নতুন মিউজিক ও কথায় গানটি করা হয়েছে। এফডিসিতে সেট বানিয়ে শুটিং হয়েছে। কক্সবাজার ও সাভার গলফ ক্লাবে বাকি শুটিং হবে গানের। রাধা কৃষ্ণের ট্রাডিশনাল কয়েকটি লুক থাকবে গানে।

সিনেমাটিতে অপু বিশ্বাস, জয় চৌধুরী ছাড়াও আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি