ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিয়েতে ঘোর বিরোধী ছিলেন কাজল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২ ডিসেম্বর ২০২১

‘পেয়ার তো হোনা হি থা’ ও ‘ইশক’সহ বেশ কয়টি সিনেমাতে জুটি বেঁধে যেমন সফল হয়েছিলেন অজয় দেবগন ও কাজল জুটি, তেমনি বাস্তব জীবনেও সুপারহিট এই যুগল। তারকাদের বিচ্ছেদের খবরে যেখানে বলিউড ভরপুর, সেখানেই এখনও জমিয়ে সংসার করে যাচ্ছেন তারা।

তাদের এই গভীর ভালোবাসা দেখে কে বলবে কাজল এক সময় বিয়ে করার পক্ষেই ছিলেন না!

সম্প্রতি এক সাক্ষাৎকারে টুইঙ্কেল খান্নার সঙ্গে এক আড্ডায় কাজল জানান, অজয়ের সঙ্গে পরিচয়ের আগে বিয়ের বিপক্ষেই ছিলেন না তিনি।

কাজল বলেন, “আমি বিয়ের আগে এমন ব্যক্তি ছিলাম যার মনে হতো কখনোই বিয়ে করা যাবে না। আমি সবসময় মনে করতাম আমি সেই মানুষদের একজন হবো যাদের বিয়ের জন্য মাথায় বন্দুক ধরতে হয়।”

তিনি আরো বলেন, “অজয়ের সঙ্গে দেখা হওয়ার পর সবকিছু বদলে যায়। আমি অজয়ের কোমলতা ও স্থিতিশীলতা দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম।”

অজয়ের সম্পর্কে কাজল আরও বলেন, “অজয় ঠিক প্রাচীরের মতো স্থির। আমি জানতাম সে আমাকে ছেড়ে যাবে না এবং আমিও তাকে ছেড়ে যেতে চাই না।”

১৯৯৫ সালে হালচাল চলচ্চিত্রে অভিনয়ের সময় অজয় এবং কাজলের প্রথম দেখা। চার বছর প্রেমের পর ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি সাত পাঁকে বাঁধা পড়েন তারা। এই দম্পতির নাইসা ও যুগ নামে এক ছেলে এবং মেয়ে রয়েছে।

সূত্র: টুইক ইন্ডিয়া
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি