ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হৃতিকের ‘এক পাল কা জিনা’ গানে নাচলেন ৮৮ বছরের আশা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গানে গানে নয়, এবারে তুমুল নেচে ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’ এর মঞ্চ মাতালেন ভারতীয় সঙ্গীত কিংবদন্তি আশা ভোঁসলে। 

বয়স ৮৮ হলে কী হবে! আশা ভোঁসলের মনের বয়স এখনও ১৮! সে কথায়ই আবার একবার প্রমাণ করলেন এই লিভিং লেজেন্ড।

এর আগে বহু সংগীত রিয়ালিটি শো এর মহাগুরুর আসনে থেকেছেন তিনি। কিন্তু এবার ডান্স রিয়ালিটি শো এর মঞ্চে দেখা মিলল তার। সনি টিভি’র ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’-এর মঞ্চে হাজির  হয়েছিলেন তিনি। 

আর সেখানেই বিচারক মালাইকা আরোরা, গীতা কাপুর এবং টেরেন্স লুইসের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল তাকে। 

চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে শো এর নতুন প্রমো সামনে আসা মাত্রই তা ভাইরাল। সুরের জগতের আশা নাচের মঞ্চেও যে এমন ঝলক দেখাবেন তা কে জানত! 

মিউজিক ইন্ডাস্ট্রিতে ৭৫ বছর পূর্ণ করে ফেলেছেন আশা ভোঁসলে, সেই উপলক্ষ্যেই  ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’-এর এই এপিসোড। 

প্রমোতে দেখা যাচ্ছে হৃতিকের ‘এক পাল কা জিনা’ গানে অভিনেতার বিখ্যাত সেই স্টেপটিই মঞ্চে করে দেখাচ্ছেন আশা! 

পরনে আকাশি নীল সিল্ক শাড়ি, সোনালি ব্লাউজ, মানানসই গয়না আর মাথায় গজরা। আশার নাচ দেখে বিস্মিত নেটিজেনরা। 

সকলে ধন্য ধন্য করছেন তার স্পিরিটকে। বয়স যে শুধুই একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করে দিলেন বর্ষীয়ান গায়িকা। এদিন তাকে বলতে শোনা গেছে, ‘আমার ছোট থেকেই ইচ্ছা ছিল ডান্স শেখবার… ডান্স শো-তে আমি প্রথমবার এসেছি কিন্তু এতো আনন্দ হচ্ছে যে কী বলব’। 

মঞ্চে মরাঠি গানও গাইলেন আশা ভোঁসলে, এরপর বিচারক টেরেন্স লুইসের সঙ্গে ‘এক মেয় অউর এক তু’ গানে নাচতেও দেখা গেল আশা ভোঁসলকে। 

তবে এই প্রথম নয়, বছর সাতেক আগে একবার লাইভ কনসার্টেও হৃতিকের এই হুক স্টেপ ম্যাচ করতে দেখা গিয়েছিল আশা ভোঁসলকে। নাচের প্রতি নিজের ভালোবাসার কথা বহুবার জাহির করেছেন তিনি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি