ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কাঁচা বাদাম’ জ্বরে ভুগছেন নিলয়-নাদিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ‘কাঁচা বাদাম’ শিরোনামের একটি গান। গানটি একজন ফেরিওয়ালার। আর তার গাওয়া গানটি এখন টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউবসহ সব মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 

এখন এই ‘কাঁচা বাদাম’ জ্বরে আক্রান্ত তরুণ-তরুণীরা। যে জ্বরের আচ লেগেছে শোবিজ অঙ্গনেও। এই ট্রেন্ডিং গান নিয়ে ভিডিও তৈরি করেছেন অভিনয়শিল্পী নিলয় ও নাদিয়া। নিলয় তার ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। 

এ পর্যন্ত ভিডিওটির ভিউ হয়েছে প্রায় ৫০ হাজার। যদিও এবারই প্রথম নয়, এর আগেও অনেক ট্রেন্ডে যুক্ত হয়েছেন নিলয়-নাদিয়া জুটি। তারা নিয়মিত টিকটকে ভিডিও পোস্ট করে থাকেন।

যিনি গানটি গেয়েছেন তার নাম ভুবন বাদ্যকর। তিনি ভারতের বীরভূমের লক্ষীনারায়ণপুর পঞ্চয়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালচুরির বাসিন্দা। শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন । এখন মোটরসাইকেল কাজটি করেন তিনি। আর গাইতে থাকেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। 

এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি