ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পঞ্চাশ মিলিয়ন ভিউ পার করেছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৩০, ৩ ডিসেম্বর ২০২১

গেল বছর শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম ফিচার ফিল্ম ‘বিশ্বসুন্দরী’। এর আগে ২০১৯ সালে অন্তর্জালে মুক্তি পায় এই সিনেমাটির সুপারহিট গান ‘তুই কি আমার হবি রে’। 

‘বিশ্বসুন্দরী' সিনেমার স্বাধীন ও শোভা চরিত্রে এই গানে রোমান্স করেছিলেন নায়িকা পরীমণি ও সিয়াম আহমেদ। নতুন খবর হল, ৫০ মিলিয়ন ভিউ পার করেছে ‘বিশ্বসুন্দরী সিনেমার এই গান। গানটি প্রকাশের সময়ই বেশ আলোচনা তৈরি হয়েছিল।

 গানটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। গীতি কবি কবির বকুলের লেখা এবং সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের সূর ও সঙ্গীতে গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। 

গানের নৃত্য পরিচালনায় ছিলেন সুমন রহমান, চিত্রগ্রহণে খায়ের খন্দকার এবং সম্পাদনা করেছেন ইকবাল কবির। 
এই গানের দৃশ্য ধারণ করা হয়েছিল, বান্দরবানের নীলগিরি, কক্সবাজার এবং ঢাকায়। 'বিশ্বসুন্দরী' নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা। যার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।
এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি