ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয়ার মেজাজকে ‘ভূমিকম্প’ বললেন অমিতাভ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৫ ডিসেম্বর ২০২১

সম্প্রতি ১ হাজারতম এপিসোডের শ্যুট শেষ করেছে কৌন বনেগা ক্রড়োরপতি। ১ হাজার তম পর্বের এই বিশেষ এপিসোডেই অমিতাভের সঙ্গে হট সিটে বসেছিলেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ্যা নভেলি নন্দা। ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন জয়া বচ্চনও। আর সেখানেই স্ত্রী জয়া বচ্চনের মেজাজকে ভূমিকম্প বলেছেন অমিতাভ। 

ওই এপিসোডে বাবার অনেক অজানা বিষয়সহ বিভিন্ন শেয়ার করার সময় শ্বেতা জানান কীভাবে কোয়ারেন্টাইনের সময় একসাথে সময় কাটিয়েছেন তারা।

এর এক পর্যায়ে শ্বেতা  বলেন, ‘এখানে দেখেছি তুমি মায়ের নামে অনেক কথা বলো।’

এ কথা বলতেই কেবিসি-র আগের এপিসোডের ক্লিপিংস চলতে শুরু করে, যেখানে অমিতাভকে জেনেলিয়া ডি'সুজা জিজ্ঞাসা করছেন, যখন তিনি ফোন খুলে দেখেন জয়া বচ্চনের পাঁচটা মিসড কল এসেছে, তখন কী হয়?

সেই প্রশ্নের উত্তরে অমিতাভের উত্তর ‘ভূমিকম্প’! 

আর সেই পরিস্থিতিতে যদি জয়াকে কলব্যাক করে জানতে চাওয়া হয়, কেন ফোন করেছিলেন তিনি, তখন নাকি উত্তর আসে, অমিতাভ রাতে কী খাবেন তা জানতেই ফোন করেছিলেন জয়া। 

একথা শুনে সেখানে উপস্থিত সকলেই হাসতে শুরু করে দেয়। আর জয়ার প্রতিক্রিয়া হল, অমিতাভকে যখনই ফোন দেন না কেন তিনি, কখনও নাকি ফোন ধরেন না অমিতাভ। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি