ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফোন হারিয়ে সাংবাদিকদের ওপর ক্ষেপলেন সারা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে এদিক ওদিক ঘুরছেন তিনি। তার সেই অস্থির মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত সাংবাদিকরা। এতেই বেশ বিরক্ত সাইফ কন্যা। এমনই একটি ভিডিও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। নামতে নামতে বলছেন, ‘‘আরে আমার ফোন হারিয়ে গেছে।’’ তার পরে রেকর্ডিং স্টুডিয়োর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন তিনি। 

সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’’  তখন সাংবাদিকরা সাইফ কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাসও দেন। 

যদিও তার কিছুক্ষণ পরে নিজের ফোন ফিরে পান সারা। তার পরে গাড়িতে উঠে বেরিয়ে যেতে দেখা যায় তাকে।

আগামী ২৪ ডিসেম্বর আনন্দ এল রায়ের ‘আতরঙ্গি রে’ সিনেমাটি মুক্তি পাবে। সেখানে অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সারাকে। বারাণসী, দিল্লি, মাদুরাই সহ দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে এই সিনেমার শুটিং হয়েছে।

সূত্র: আনন্দ বাজার 
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি