ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিচ্ছেদমুখী তারকাদের জন্য শ্রীলেখার উপদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৫ ডিসেম্বর ২০২১

সম্পর্ক গড়ে সম্পর্ক ভাঙে, নতুনের মাঝে ফিকে হয় পুরনো। এই ভাঙা-গড়ার ইতিহাস দীর্ঘদিনের। তবে এবার যেন একের পর এক লাইন দিয়ে বিচ্ছেদের গল্প টালিউডে। ঠিক এমন সময় এমন তারকা দম্পতিদের উপদেশ দিয়েছেন শ্রীলেখা মিত্র। 

শ্রীলেখা তার ফেসবুকে লিখেছেন, “যারা বিবাহবিচ্ছিন্ন বা সম্পর্ক ভেঙে আলাদা থাকেন অথবা আলাদা থাকার পরিকল্পনা করছেন তাদের জন্য আমার একটি উপদেশ রয়েছে। বিশেষত যারা বিনোদুনিয়ার তাদের বলি, ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনও তথ্য প্রকাশ্যে আনবেন না।

সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসলে প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকাকে অসম্মান করবেন না। কারণ,  কোনদিন আপনারা অনেক ভালো সময় কাটিয়েছেন। পুরনো সম্পর্ককে সম্মান করুন। নিজের অভিজ্ঞতা থেকেই একথা বলছি।” 

আর ফেসবুক পোস্টের একেবারে শেষের দিকে অভিনেত্রী লেখেন,  “দিদি বা সহকর্মী হয়ে এই আবদার করতেই পারি।”

বলিউডে আমির খান এবং কিরণের বিচ্ছেদের কথা এখন আর কারো অজানা নয়। এর মধ্যেই টলিপাড়ায় গায়ক অনুপম রায় দাম্পত্যে ইতি টানলেন, যা নিয়েও আলোচনা কম হয়নি। 

তাদের বিচ্ছেদের রেশ না কাটতেই  ফের দাম্পত্য সম্পর্ক ভাঙনের জল্পনা। শোনা যাচ্ছে,  অভিনেত্রী দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়ের দাম্পত্যও নাকি উষ্ণতা হারিয়েছে। চলার পথ আলাদা হয়ে গেছে তাদের। 

শোনা যাচ্ছে, দেবলীনা-তথাগতর দাম্পত্যে ভাঙনের নেপথ্যে তৃতীয় ব্যক্তিই প্রধান কারণ। তবে আপাতত দুইজনই মুখে কুলুপ এঁটেছেন।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি