ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজনীতিতে আসছেন কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ৫ ডিসেম্বর ২০২১

বলিউডের গুণী অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনয় দক্ষতা দিয়ে পৌঁছেছেন সাফল্যের শীর্ষে। জয় করেছেন কোটি দর্শক-ভক্তের হৃদয়। পেয়েছেন জাতীয় পুরস্কারও। এবার তিনি অন্যভাবে মানুষের কাছে পৌঁছাতে চান। নামতে চান রাজনীতির ময়দানে।

সম্প্রতি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তার শর্ত রয়েছে। রাজনীতিকে তিনি খারাপ মনে করেন না। তবে রাজনীতিবিদরা যেভাবে পোশাক পরেন বা তাদের যা ফ্যাশন সেন্স, সেটা একদমই পছন্দ করেন না ‘কুইন’ খ্যাত অভিনেত্রী। 

কিন্তু তিনি যেভাবে কথা বলেন বা যে ধরনের পোশাক পরেন, তাতে কোনো রাজনৈতিক দলই তাকে নিতে আগ্রহী হবে না বলেই মনে করছেন কঙ্গনা।

তাই তার শর্ত হচ্ছে, যদি কোনো দল তার ফ্যাশন সেন্সে আস্থা রেখে, তা পরিবর্তন না করে দলে নিতে চায়, তবে রাজনীতিতে যোগ দিতে তার আপত্তি নেই।

এদিকে ব্যক্তিগতভাবে রাজনীতিতে নরেন্দ্র মোদীকে বেশ পছন্দ করেন কঙ্গনা। তার আদর্শ বরাবরই কঙ্গনার পছন্দের। তবে কি  বিজেপিতেই যোগ দিতে চলেছেন কঙ্গনা? এর উত্তর পেতে অপেক্ষায় থাকতেই হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি