ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘তেরি মেরি’ গায়িকা এবার গাইলেন ‘কাঁচা বাদাম’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:৪৩, ৭ ডিসেম্বর ২০২১

‘কাঁচা বাদাম’ গান এখনও শোনেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। ভারতের  বীরভূমের ভুবন বাদ্যকর বাদাম বিক্রির গান বেঁধে সুপার ভাইরাল। তার ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ এই গান শুনে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। আর এবার ভুবনের তৈরি গানে ভুবনকেই টেক্কা দিলেন রানাঘাটের রানু মণ্ডল। ‘লতাকন্ঠী’ বলে লাইমলাইটে আসা রানু এবার বেগুনি জ্যাকেট জড়িয়ে গেয়ে ফেললেন বাদাম গান। 

প্ল্যাটফর্মে বসে 'প্যায়ার কা নাগমা' গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেখান থেকে বলিউডের সঙ্গীত জগতে পাড়ি দেন এবং  হিমেশ রেশমিয়ার সুরে 'তেরি মেরি' গান গেয়ে রীতিমত বিখ্যাত হয়ে যান তিনি। যদিও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন নি রানু। ফিরতে হয়েছে পুরোনো জীবনেই।   

লতা মুঙ্গেশকরের গান গেয়ে বিখ্যাত বনে যাওয়া রানু এবারে গাইলেন ভুবন বাদ্যকরের গান। অবশ্য তা গাইলেন নিজের স্টাইলেই। যা শুনে কেউ কেউ বলছেন, ‘রানু দির মুখে তো শুনলাম, এখন হিরো আলমের কন্ঠে শুনতে বাকি’।

অল্প সময়ের জন্য লাইমলাইটে আসলেও এখনও মাঝেমধ্যেই রানুর নিত্যনতুন ভিডিও সামনে আসতে থাকে। 

উল্লেখ্য, শিগগিরই বলিউডে তৈরি হচ্ছে রানু মন্ডলের বায়োপিক। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঈশিকা দে। ইতিমধ্যেই রানাঘাটের বাড়িতে গিয়ে রানুর সঙ্গে দেখাও করে এসেছেন অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি