ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

লাইভে এসে বাবার কথা মনে করে কাঁদলেন রচনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৬ ডিসেম্বর ২০২১

সম্প্রতি বাবা হারিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। এরপর শোকস্তব্ধ হয়ে যান তিনি। যে কারণে কিছুদিন ‘দিদি নাম্বার-১’ উপস্থাপনা থেকেও দূরে ছিলেন। 

বাবার পরলৌকিক কাজ সেরে ২৭ নভেম্বর থেকে আবার ‘দিদি নাম্বর-১’এর শুটিং শুরু করেছেন রচনা। যা সম্প্রচারিত হয়েছিল ২৯ নভেম্বর। শুটিংয়ে ফিরে ফেসবুক লাইভে রচনা জানিয়েছিলেন ‘আপনারা সবাই জানেন এতদিন আমি কেন আসতে পারিনি। অনেকদিন পর আবার সেটে ফিরলাম। ঘরে ফিরে আসার মতোই। আশা করছি আবার সবাইকে আনন্দ দিতে পারব।’

এরপর নিজের ‘রচনাস ক্রিয়েশন’-এর বিয়ে স্পেশাল কালেকশন নিয়ে লাইভ করেন অভিনেত্রী। সেখানেই স্পষ্ট ফুটে ওঠে তার বাবাকে হারানোর শোক। 

ক্ষমা চেয়ে নিয়ে জানান, ‘আপনারা জানেন আমি আমার বাবাকে হারিয়েছি। বাবাকে তো খুব মিস করি। এর আগে যতবার লাইভ করেছি বাবা পাশে থাকতেন। বাবা আমাকে বলতেন ভালো করে করবে। যেটা করছ মন দিয়ে করবে।’

তিনি আরও বলেন, ‘‘বাবা চলে যাওয়া আমার কাছে শক ছিল। রচনা বন্দ্যোপধ্যায় হওয়া, কাজ করার পিছনেও আমার বাবা। সবসময় আমাকে অনুপ্রাণিত করতেন। যখন আমি ভাবলাম রচনাস ক্রিয়েশন শুরু করব, তখনও বাবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছিল।

বাবা আমার ছিল একটা পিলারের মতো। তাই আগের লাইভে দেওয়া নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে আসব, এই কথা রাখতে পারিনি। কিন্তু পরে ভাবলাম, বাবা তো এরকমটা কখনও চায়নি, যে আমি সব ছেড়ে ঘরে বসে থাকব। তাই ধীরে ধীরে আবার ফিরলাম কাজে।’

লাইভের মাঝখানেই রচনা চোখের জলে জানান, বাবাই ছিল তার জীবনের সমস্ত কাজের অনুপ্রেরণা। তাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। তাই তো পিতৃহারা হয়ে প্রথমটা দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি