ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার নেচে ভাইরাল রানু মন্ডল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৪:০৭, ৬ ডিসেম্বর ২০২১

রানু মণ্ডল। মনে আছে তার কথা। বলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের 'এক প্যায়ার কা নাগমা হ্যায়' গানটি গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় তিনি। 
এবার আবারও ভাইরাল তিনি। কিন্ত গান গেয়ে নয়, এবার ভাইরাল হলেন নাচের জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তার। ভিডিওতে তাকে নীল রঙের নাইটিতে দেখা যায়। আর কোমরে বাঁধা গামছা।
 আলোচিত এই গায়িকা হিন্দি গান ‘দিলরুবা’র সঙ্গে নাচছেন। রানুর নাচের সঙ্গে আরও এক যুবক রয়েছেন। আর তাদের দু’জনের সেই নাচের ভিডিও ফেসবুকে পোস্ট হতেই নজর কাড়ে নেটিজেনদের। 
এদের কেউ কেউ যেন রানুর প্রশংসা করেছেন, আবার তেমনি কেউ কেউ ব্যঙ্গও করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় থাকেন রানু মণ্ডল। গান গেয়ে ভিক্ষা করাই ছিল তাঁর জীবিকা। 
রানাঘাট রেলস্টেশনের এক যাত্রী ফোনে রানুর গান ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। রাতারাতি ভাইরাল সেই ভিডিও। এরপর বলিউডের সংগীত পরিচালক হিমেশ রেশামিয়াও তাঁর জন্য গান করেন। তাঁর সুরে একটি গানের কিছু অংশ রেকর্ডও করা হয় রানুর কণ্ঠে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি