ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মরুর বুকে মাহি-রাকিবের রোমান্স (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:১২, ৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

অল্পদিনের ব্যবধানে অনেকটাই বদলে গেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।

বিয়ের পরপর স্বামী রাকিবকে নিয়ে উড়ে গেছেন ওমরাহ করতে। আর সেখানেই ওমরাহ শেষে মরুর বুকে দু’জনে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন।

সম্প্রতি মাহি নিজেই বেশকিছু ছবি শেয়ার করেছেন ফেসবুকে। আর ক্যাপশনে লিখেছেন- ‘শুকুর আলহামদুলিল্লাহ’। ছবিতেই প্রমাণ- বেশ ফুরফুরে মেজাজে আছেন এই নবদম্পতি।

মাহির শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। কখনো স্বামীকে জড়িয়ে ধরেছেন, কখনো হাঁটু গেড়ে বসে রাকিবের কপালে চুম্বন করছেন, আবার কখনো স্বামী তাকে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছেন। এমন রোম্যান্টিক ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

নেট দুনিয়ায় কানাঘুষা- ওমরাহ করার পর চলচ্চিত্র ছেড়ে দেবেন এই অভিনেত্রী। কাছের জনদের এমন ইঙ্গিতই নাকি দিয়েছেন।

কিন্তু শোনা যাচ্ছে, হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করেই রুপালী পর্দায়কে বিদায় জানাবেন প্রায় তিন ডজন সিনেমায় অভিনয় করা এই নায়িকা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি