ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

হোটেলে অর্জুন-মালাইকা; রাতের ভাড়া তিন লাখ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৩৬, ৭ ডিসেম্বর ২০২১

বলিউড থেকে টলিউডের অনেকেই ছুটি কাটাতে উড়ে যান মালদ্বীপে।  দেশটি ভ্রমণ করেননি এমন তারকা পাওয়াই বোধ হয় দায়! এবার নিজেদের অবসর সময়টা প্যাটিনায় কাটাচ্ছেন বলিউডের জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।

প্রতিদিন এই জুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নানা ধরনের ছবি। অর্জুনের বিচ এবং পুল সাইড সবসময়ই পছন্দ, তাই তাদের পছন্দের তালিকায় প্যাটিনা থাকবে সেটা জানা কথাই। 

তবে সেখানের একদিনের ভাড়া শুনলে চমকে যাবেন – প্রায় সাড়ে তিন লাখ! সবচেয়ে কম দামি ঘরটির ভাড়াও ২ লাখের কাছাকাছি। তার সঙ্গেই অবাক করা মনোরম পরিবেশ।

নিজস্ব পুল থেকে বাগান, সিনেমাহল থেকে জিম, টেনিস কোর্ট কী নেই এখানে! যদিও মালাইকা ও অর্জুন কোন ভিলায় থাকছেন সেটি নিয়ে সঠিক কোনো তথ্য এখনও মেলেনি। তবে অনুরাগীদের উদ্দেশ্যে ইনস্টাগ্রাম স্টোরিতে বিভিন্ন ছবি শেয়ার করছেন দুজনেই।

সদলবলে থাকার ব্যবস্থাও আছে এ হোটেলে। আগে টাইগার শ্রফ-দিশা পাটানি, শাহিদ কাপুর-মীরা রাজপুত, সাইফ আলি খান-কারিনা কাপুরসহ অনেক বলিউড তারকাই মালদ্বীপ ভ্রমণ করে এসেছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি