ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

‘হেলেন আন্টিকে মানতে সময় লেগেছিল’, বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৮ ডিসেম্বর ২০২১

বলিউডের অন্যান্য তারকাদের মতোই নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন সালমান খান। বেশিরভাগ অনুষ্ঠানে অভিনেতাকে নিজের কাজ সম্পর্কে বলতে দেখা যায়। পরিবার সম্পর্কে খুব কমই উল্লেখ করেন তিনি। মা সালমা খানকে অত্যন্ত ভালোবাসেন সালমান। মাকে তাই সাপোর্ট সিস্টেম বলেন তিনি।

ফিল্মফেয়ারকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, তারা বাবা সেলিম খান যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তার মা সালমা খান খুব কষ্ট পেয়েছিলেন। 

তাই সালমান খান তার বাবার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। প্রযোজক সেলিম খান এবং সালমা খানের চার সন্তান। 

১৯৮১ সালে প্রবীন অভিনেত্রী হেলেনের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন সেলিম খান। কোনও বিতর্ক বা চর্চা ছাড়াই স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন সালমানের মা সালমা খান।

বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে বলতে গিয়ে সালমান জানিয়েছিলেন, বাবার জন্য তার মায়ের অপেক্ষা করার সিদ্ধান্তকে তিনি ঘৃণা করতেন। মাকে অসুখী দেখে মোটেই খুশি ছিলেন না সালমান।

যদিও সেলিম নাকি বলেছিলেন তিনি সর্বদা সালমার পাশে থাকবেন এবং তাকে ভালোবাসবেন। সালমান তার মা সম্পর্কে বলেছিলেন, “তাকে অসুখী দেখাটা আমার সহ্য হচ্ছিল না। আমি এটা ঘৃণা করতাম, যখন সে তার বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করত। তারপর ধীরে ধীরে মা মেনে নিতে শুরু করলেন। বাবা আমাদের ব্যাখ্যা করেছিলেন, তিনি এখনও মাকে ভালোবাসেন এবং তিনি সবসময় পাশে থাকবেন। আমার বয়স তখন প্রায় ১০ এবং হেলেন আন্টিকে সত্যিই মেনে নিতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। তবে আজ সে আমাদের পরিবারের একটি অংশ।“

সেই সাক্ষাৎকারেই সলমন বলেছিলেন তিনি ‘মায়ের ছেলে’। তার জীবনে মা ই সবথেকে সেরা জিনিস। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি