ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিয়েতে রণবীরের গানে ক্যাটরিনার নিষেধাজ্ঞা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ৮ ডিসেম্বর ২০২১

বলিউডপাড়া জুড়ে এখন একটাই গুঞ্জন ভিকি-ক্যাটরিনার বিয়ে। অত্যন্ত জনপ্রিয় দুই তারকার সাত পাকে বাঁধা পড়া নিয়ে চলছে হাজার জল্পনা-কল্পনা। এরই মাঝেই বিয়ের নানা বিষয় নিয়ে চলছে বহু চর্চা। এ বিয়ে উপলক্ষে ভি-ক্যাটের তৈরা করা নিষেধাজ্ঞার লিস্ট নিয়েও হয়েছে আলোচনা-সমালোচনা। বিভিন্ন শর্ত দিয়ে তৈরি করা হয়েছে আমন্ত্রণ পত্র। আর এই নিষেধাজ্ঞার মাঝেই ক্যাটরিনা যুক্ত করলেন নতুন পালক।

প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর অভিনীত কোন সিনেমার গান তার এই বিশেষ দিন উদযাপনে ব্যবহার করার অনুমতি দেননি তিনি। 

খুব সম্ভবত আমন্ত্রিত অতিথিদের তালিকাতেও নেই প্রাক্তনের নাম। ২০০৯ সালে 'আজব প্রেম কি গজব কাহানি' সিনেমায় এক সঙ্গে কাজ করার সূত্রে দুজনের সম্পর্কের শুরু। যদিও খুব বেশি দিন সে সম্পর্ক স্থায়ী হয়নি। পুরনো প্রেমের তিক্ততা ভেঙে নতুনের পথে পা বাড়াতেই হয়তো ক্যাটরিনার এমন মনোভাব।

তবে জমকালো এই বিয়ের আসরে বর-কনে দুজনেই মঞ্চ মাতাতে গান নির্বাচনে কিন্তু কমতি রাখেননি। ক্যাটরিনার সিনেমা থেকে 'কালা চশমা', 'নাচ দে নে সারি' গানে মঞ্চে দেখা যাবে প্রিয় দুই তারকার বিশেষ দিন উদযাপন আনন্দে। এছাড়াও রোমান্টিক নাম্বার 'তেরি ওর' গানে নাচবেন এই তারকা যুগল।

সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি