ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কয়েক ঘণ্টার মধ্যে নিজেকে বদলে ফেললেন নুসরাত (ভিডি)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:০১, ৯ ডিসেম্বর ২০২১

নুসরাত জাহান। একেধারে  টালিউড অভিনেত্রী ও তৃণমুলের সাংসদ। সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন নুসরাত। গেলো বুধবার পরনে শাড়ি, খোলা চুল আর ছোট্ট টিপে নজর কেড়েছিলেন নেটিজেনদের। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই নিজেকে পাল্টে ফেললেন নুসরাত। 

আপতত সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লিতে আছেন এ নায়িকা। দিল্লিতে দিনযাপনের নানান মুহূর্ত নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন অভিনেত্রী। 

সংসদ অধিবেশনের ফাঁকে ফাঁকে নিজেকে তুলে ধরতেও ভুল করছেন না তিনি। বুধবার দিল্লির এক নামী হেয়ার স্টাইলিস্টের কাছে হাজির হয়ে নতুন হেয়ারকাট করিয়েছেন। সেই লুকের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। নুসরাতের বদলে যাওয়া লুক দেখে অবাক তার ভক্তরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি