ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেম ছাড়া বাঁচতে পারেনা পরীমনি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৩৩, ৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক তার। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

সম্প্রতি গুনিন সিনেমায় কাজ করেছেন ঢাকায় সিনেমার এই নায়িকা। এই ছবির নায়ক শরীফুল রাজ। তার সঙ্গে পরীমনির এটাই প্রথম কাজ। পর্দার পাশাপাশি বাস্তবেও তাদের দুজনের রসায়ন জমে গেছে বলে জানা গেছে।

এ নিয়ে এক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, শিল্পীর বাইরে আমি একজন প্রেমিকাও। আমি প্রকৃতির প্রেমে পড়ি, লেখার প্রেমে পড়ি, কাজের প্রেমে পড়ি, সিনেমার প্রেমে পড়ি। আমি তো প্রেম ছাড়া বাঁচতেই পারি না। প্রেম আমার অক্সিজেন।  তবে বাস্তবে রাজের সঙ্গে রসায়ন জমে ওঠার ব্যাপারে নো কমেন্টস। শুধু এতোটুকু বলতে চাই, ‘গুনিন’-এ তিনি রাবেয়া, রাজ হলো রমিজ।’

এদিকে পরীমনি অভিনীত পরবর্তী সিনেমা ‘প্রীতিলতা’। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি