ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রণবীর-সারা আলি `চকা চক` গানের সঙ্গে নাগিন নাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ৯ ডিসেম্বর ২০২১

চলতি মাসেই মুক্তি পাচ্ছে সারা আলি খান ও অক্ষয় কুমার অভিনীত ‘অতরঙ্গি রে’ ছবি। এখন চলছে ছবিটির প্রচার-প্রচারণা। সম্প্রতি ছবির গোটা টিম হাজির হয়েছিল দিল্লিতে। সেখানে মঞ্চ মাতালেন সারা আলি খান।

‘অতরঙ্গি রে’ ছবির ‘চকাচক’ গানের সঙ্গে নাচেন তিনি। এই নাচের সময় রণবীর সিংয়ের কাণ্ড দেখে চোখ কপালে ভক্তদের। রণবীর ও সারার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, একটি বাগানের মধ্যে ‘চকাচক’ গানের সুরে নাচছেন সারা। আর তার সঙ্গে তাল মিলিয়ে সঙ্গ দিচ্ছেন রণবীর। রণবীর নাচলেন বটে, তবে তা নিজস্ব ভঙ্গিমায়। করলেন নাগিন ডান্স।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি