ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রকাশ্যে এল ক্যাটরিনা-ভিকির বিয়ের ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২২:২৩, ৯ ডিসেম্বর ২০২১

ক্যাটরিনা ও ভিকি

ক্যাটরিনা ও ভিকি

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গাঁটছড়া বাঁধলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে সেজেছেন ক্যাটরিনা ও ভিকি। রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা দুর্গের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়লেন ভিক্যাট।

সকলের আশীর্বাদ নিতে বিয়ের পরই দুর্গের বারান্দায় হাজির হন নব দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন। দেখে নেই সেসব ছবি।

লাল রঙের পোশাকে বধূ ক্যাটরিনা কাইফ। সাদা শেরওয়ানিতে বর ভিকি কৌশল।

মালা বদল করছেন দুই তারকা।

খোলা বাগানে হয় বিয়ের অনুষ্ঠান। ভিন্টেজ গাড়িতে চড়ে বরযাত্রী নিয়ে হাজির হন ভিকি কৌশল। অভিনেতার বাবা শ্যাম কৌশল সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বিয়ের পর হাস্যোজ্জ্বল দুই তারকা।

রাজস্থানের বারওয়ারা ফোর্টে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি