ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

দাম্পত্য জীবনকে ‘অ্যাডভেঞ্চার’ নাম দিতে চান মিথিলা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:৪৫, ১০ ডিসেম্বর ২০২১

গেল সোমবার ছিল সৃজিত মুখার্জি ও রাফিয়াদ রশিদ মিথিলার দ্বিতীয় বিবাহবার্ষিকী। এদিন সোশ্যাল মিডিয়ায় সৃজিতকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা। নিজেদের দাম্পত্য জীবনকে ‘অ্যাডভেঞ্চার’ নাম দিতে চান এ অভিনেত্রী।

গত বছরও একই দিনে সৃজিতকে শুভেচ্ছা জানিয়েছিলেন মিথিলা। সেই মেমরি শেয়ার করেছেন তিনি। শেয়ারের ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘অ্যান্ড দ্যা অ্যাডভেঞ্চার কনটিনিউস… হ্যাপি সেকেন্ড ইনিংস মিস্টার মুখার্জি। মে উই মেক আ উইনিং টিম।

সৃজিতের আগে বাংলাদেশের সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন মিথিলা। তাদের একমাত্র কন্যা সন্তান আয়রা, কখনও সৃজিত-মিথিলা, কখনও বা তাহসানের সঙ্গে সময় কাটায়। কিছুদিন আগেই এক সঙ্গে একটি পেশাদার কাজ করায় ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন তাহসান-মিথিলা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি