ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বামী হারালেন অভিনেত্রী আনোয়ারা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশি সিনেমায় মমতাময়ী মায়ের দৃশ্যের কথা ভাবলে অভিনেত্রী আনোয়ারা অবশ্যই মনোপটে ধরা দিবেন। তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শক হৃদয়ের পাশাপাশি জয় করেছেন অগনিত মা হারা সন্তানের। দেশের এই কিংবদন্তি অভিনেত্রী শুক্রবার হারালেন তার স্বামী মহিতুল ইসলামকে।

ভোর ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিতুল ইসলাম। 

আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি তার ফেইসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেন, ‘‘আমার বাবা ভোর ৩-১০ মিনিটে মারা গেছেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন।’’

অভিনেত্রী আনোয়ারার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির একমাত্র সন্তান মুক্তি।

দীর্ঘদিন ধরে মহিতুল ইসলাম ব্রেনের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি