ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার বিয়ের ধুমধামের মাঝে গোপনে দেশ ছাড়লেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ১০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেই ফেললেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বৃস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে মালা বদল করেন তারা। আর ঠিক তখনই নাকি গোপনে দেশ ছেড়েছেন ক্যাটরিনার সাবেক প্রেমিক বলিউড সুপারস্টার সালমান খান।

ক্যাটরিনা বিয়ের ধুমধানের মধ্যেই মুম্বাইয়ের বিমানবন্দরে সালমান খানের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। প্রাক্তন প্রেমিকার বিয়েতে হাজির হওয়া নিয়ে জল্পনার মধ্যেই সৌদি আরব উড়াল দিলেন ‘ভাইজান’।
সালমান খান নিজ হাতেই ক্যাটরিনার বলিউড ক্যারিয়ার গড়ে দিয়েছেন। ‘সল্লু ভাই’য়ের ছত্রছায়াতেই ধীরে ধীরে হিন্দি না জানা ব্রিটিশ সুন্দরী বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। রণবীর-ক্যাটরিনার মন ভাঙার পরেও নায়িকাকে সামলেছিলেন সালমান।

ক্যাটরিনার সঙ্গে খানের পারিবারিক সখ্যও কম নয়, তবুও নায়িকার বিয়েতে আমন্ত্রণ পাননি খান পরিবারের কোনও সদস্য। অর্পিতা খান শর্মা, নিজের মুখে জানিয়েছেন ক্যাটরিনা-ভিকির বিয়ের নেমন্তন্ন আসেনি। কেন? সেই প্রশ্নের উত্তর জানা নেই!

সালমান খান কি এড়িয়ে গেলেন ক্যাটরিনা-ভিকির বিয়ে? নাকি সত্যি নিমন্ত্রণ পাননি? সেটা অস্পষ্ট। তবে ক্যাটরিনার নতুন ইনিংস শুরুর দিন দেশ ছাড়েন এ তারকা।

বৃহস্পতিবার কলিনা এয়ারপোর্টে লেন্সবন্দি হন তিনি। এদিন সালমান উড়ে গেছেন সৌদি আরবের রিয়াদে। শুক্রবার এই শহরেই ‘দাবাং ২’র  ট্যুর রিলোডেড কনসার্টে পারফর্ম করবেন তিনি।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, এয়ারপোর্টে উপস্থিতির সামনে সালমান হাত নাড়েন, হাসিমুখে পোজও দেন। তবুও তার সেই হাসির পেছনে যেন চাপা ব্যথা, অনুরাগীরা বলছেন- ‘খুব খারাপ লাগছে সালমানের জন্য’।

কেউ লিখেছেন, ‘ক্যাটরিনা সালমানকে নিমন্ত্রণ পর্যন্ত করল না!’, অনেক সালমান ভক্ত রীতিমতো প্রশ্নবাণে বিদ্ধ করেছেন ক্যাটরিনাকে। সালমানের স্টারডমকে ব্যবহার করে বলিউডে পায়ের নিচের মাটি শক্ত করেছেন ক্যাটরিনা, অথচ আজ সালমনকে ভুলে গেছেন, এমনটাই লিখেছেন নেটিজেনরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি