ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সৌদিতে প্রদর্শিত হল সালমানের দাবাং

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৬, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:২০, ১০ ডিসেম্বর ২০২১

প্রেস কনফারেন্সে সালমান খান ও শিল্পী শেঠি

প্রেস কনফারেন্সে সালমান খান ও শিল্পী শেঠি

প্রতি বছরের মতো এবারও সৌদি সরকারের উদ্যোগে বিভিন্ন ইভেন্ট নিয়ে দেশটির রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়াদ সীজন। তারই ধারাবাহিকতায় সেখানে শুক্রবার (১০ ডিসেম্বর) প্রদর্শনী করা হল বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত দাবাং চলচ্চিত্রটি।

এ উপলক্ষে রিয়াদে অবস্থিত বিভিন্ন দেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন সালমান খান। 

৯ ডিসেম্বর সন্ধ্যায় রিয়াদের হোটেল নেক্সাসে অনুষ্ঠিত হয়েছে দাবাং খানের প্রেস কনফারেন্স। এসময় সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠিসহ অন্যরা। 

এদিকে, এবারের রিয়াদ সীজনকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন কতৃপক্ষ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি