ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০ লাখে অমিতাভের বাসায় কৃতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ১০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

অগাধ সম্পত্তির মালিক বলিউডড মেগাস্টার অমিতাভ বচ্চন। দেশে বিদেশে নানান জায়গায় রয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ। ভারতের মুম্বাই শহরে রয়েছে তার এক আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাট। শোনা যাচ্ছে, এই ফ্ল্যাট ভাড়ায় নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

অমিতাভের ডুপ্লেক্সটি আন্ধেরির লোখান্ডওয়ালা রোডের ওপর অ্যাটলান্টিস বিল্ডিংয়ে। সেখানে ২৭ ও ২৮ তলায় তার ডুপ্লেক্সটি। শোনা যাচ্ছে, কৃতি শ্যানন দুই বছরের জন্য এই বিলাসবহুল আবাসন ভাড়া নিয়েছেন। 

কৃতি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ডুপ্লেক্সটি ভাড়া নিয়েছেন। এর জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। জানা গেছে, এই আবাসনের জন্য কৃতি ৬০ লাখ রুপি সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিয়েছেন। এই ডুপ্লেক্সের জন্য তাকে প্রতি মাসে ১০ লাখ রুপি ভাড়া দিতে হবে। 

নায়িকা এর সঙ্গে পাচ্ছেন চারটি পার্কিং এলাকা। অমিতাভ বচ্চন ডুপ্লেক্সটি এ বছর এপ্রিলে ৩১ কোটি রুপির বেশি দিয়ে কিনেছিলেন। বিলাসবহুল এই ডুপ্লেক্সটি ১ হাজার ৫৮৪ স্কয়ারফিট এলাকাজুড়ে। এই একই বিল্ডিংয়ে ফ্ল্যাট নিয়েছেন চিত্রপরিচালক তথা নির্মাতা আনন্দ এল রাই ও বলিউডের আইটেম গার্ল সানি লিওনি।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি