ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চলতি বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন বলিউড ছবি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১১ ডিসেম্বর ২০২১

করোনা পরিস্থিতিতে ছবি মুক্তির ক্ষেত্রে একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম। সিনেমাহল বন্ধ থাকায় ওই সময়ে বলিউডের বহু ছবিই অনলাইনে মুক্তি পেয়েছে। এরপর ভারতের মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণা পর ধীরে ধীরে বিগ স্ক্রিনে মুক্তি পেতে থাকে ছবি।

ওটিটি হোক কিংবা সিনেমাহল, বলিউডে এই বছর যে যে ছবি মুক্তি পেয়েছে, তার এক একটার সাফল্য কিংবা ব্যর্থতা এক এক রকমের।

বলাই যায়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরও ততটা আশানুরূপ ব্যবসা করতে পারেনি সালমান খানের 'রাধে' । 

আবার, কার্গিল যুদ্ধের শহিদ পরমবীরচক্র পুরস্কার পাওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী অনুসারে তৈরি ছবি 'শেরশাহ' দুর্দান্ত ব্যবসা করে। 

এই ছবিতে অভিনয় করে দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসায় আদায় করে নেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা। 

অন্যদিকে সিনেমাহল খুলতেই দীপাবলিতে মুক্তি পায় পরিচালক রোহিত শেট্টির বহু প্রতিক্ষীত মাল্টিস্টারার ছবি 'সূর্যবংশী'। 

মুখ্য চরিত্রে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ থাকলেও দুটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগন ও রণবীর সিংহকে। 

এমন কঠিন পরিস্থিতিতেও সিনেমাহলে দর্শককে টেনে নিয়ে আসতে সক্ষম হয়েছে এই ছবি। মুক্তি পাওয়ার পর থেকে বক্স ইফিসে সফল 'সূর্যবংশী'। 

আবার 'সূর্যবংশী' ছাড়াই এই বছর সিনেমাহলে মুক্তি পেয়েছে রানি মুখার্জি, সাইফ আলি খান অভিনীত 'বান্টি অউর বাবলি টু' কিংবা সলমন খানের 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'।

কিন্তু কোনও ছবিই 'সূর্যবংশী'র মতো ব্যবসা করতে পারেনি। কিন্তু চলতি বছর মুক্তি পাওয়া এতগুলো বলিউড ছবির মধ্যে গুগলে কোন ছবি সবথেকে বেশি সার্চ করা হয়েছে?

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, 'গুগল ২০২১ ইন সার্চ' ট্রেন্ডে একেবারে শীর্ষে নাম রয়েছে সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী অভিনীত 'শেরশাহ' ছবির। 

অর্থাৎ, চলতি বছর গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে এই ছবিটিকেই। সিনেমাহলে দুর্দান্ত ব্যবসা করার পরও 'সূর্যবংশী'কে টেক্কা দিয়েছে এই ছবি।

গুগলে সবথেকে বেশি সার্চ করা বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সলমন খানের 'রাধে'। 

আর তৃতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমারের 'বেল বটম'। সিনেমাহলে দুর্দান্ত বক্স অফিস কালেকশনের পরও অক্ষয় কুমারের 'সূর্যবংশী' গুগল সার্চে রয়েছে চার নম্বরে।

সূত্র: এবিপি আনন্দ

এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি