ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

দেশেই ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত কাজী হায়াতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৯:৪৩, ১২ ডিসেম্বর ২০২১

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। শঙ্কা কাটলেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি, করতে হবে অস্ত্রোপচার।

বিষয়টি কাজী হায়াৎ নিজেই জানিয়েছেন। শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

গুণী এই নির্মাতা বলেন, ‘‘ডাক্তাররা বলেছেন ওপেন হার্ট সার্জারিটা খুব জরুরি হয়ে পড়েছে। যে ডাক্তার অপারেশন করবেন তিনি কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছেন। তাই একটু সময় লাগছে। নইলে দ্রুতই এটা করাতাম।’’

তিনি আরও জানান, এবার দেশেই ওপেন হার্ট সার্জারি করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফও একই শঙ্কার কথা জানিয়েছিলেন। 

তিনি বলেন, ‌‘‘বাবা অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে গেছেন। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত আটটি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।’’

বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মারুফ।

২০০৫ সালে একই অপারেশন হয়েছিল কাজী হায়াতের। এরপর যুক্তরাষ্ট্রেও হার্টে রিং পরানো হয়েছিল তার। 

চলতি বছরের মার্চে করোনায় আক্রান্ত হলে আইসিইউতে রাখতে হয়েছিল বর্ষীয়ান এই নির্মাতা ও অভিনেতাকে। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি।

এমএম/এসএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি