ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘শেখ হাসিনা’ জার্নি শেষে আপ্লুত নুসরাত ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:৫০, ১২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

অবিস্মরণীয় এক জার্নির ইতি টেনেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পালা শেষ করেছেন তিনি। এ জন্য ভাসলেন আবেগের ভেলায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রকাশ করলেন নিজের অনুভূতি।

এ নিয়ে নুসরাত ফারিয়া বলেন, “কী অসাধারণ এক যাত্রা! আমি ধন্য, সম্মানীত এবং আনন্দিত। সিনেমাটির জন্য ‘শেখ হাসিনা’ যাত্রা শেষ হলো। এর প্রতিটি মুহূর্ত আমি সারাজীবন লালন করব।”

ফেইসবুকে সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে তরুণ শেখ হাসিনার রূপেই দেখা যাচ্ছে।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া।

ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মাণ করছেন সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হচ্ছে এটি। বর্তমানে ঢাকায় চলছে এর শেষ ধাপের শুটিং।

আগামী বছর মার্চে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, দিলারা জামানসহ আরো অনেকে।

এমএম/ এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি