ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইভ্যালি কাণ্ডে আগাম জামিন চাইলেন ফারিয়া ও মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৭:৪৭, ১২ ডিসেম্বর ২০২১

অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলা

অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলা

Ekushey Television Ltd.

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় অভিনেত্রী শবনম ফারিয়া এবং রাফিয়াত রশিদ মিথিলা হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে তারা এ আবেদন করেন। 

শবনম ফারিয়ার পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ এবং রাফিয়াত রশিদ মিথিলার পক্ষে অ্যাডভোকেট জেসমিন সুলতানা এ আবেদন করেন।
 
এর আগে গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা সঙ্গীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

মামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ধানমণ্ডি থানার ওসি গণমাধ্যমে বলেন, ‘‘মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তার টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন।’’

এদিকে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে যে কোনো সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। 

এমএম/এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি