ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাট-ভিকির মেহেদির পোশাকেও ছিল চমক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ১২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রবিবারের ছুটির দিনে প্রকাশ্যে এল বলিউডের নব-দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের মেহেদির অনুষ্ঠানের ছবি। গত ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজস্থানের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ‘ভিক্যাট’।

বলিউডের দুই প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর বিয়ের বহু পোশাকেই দেখা যাচ্ছে পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা।

মেহেন্দির অনুষ্ঠানেও ক্যাটরিনার পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকই। রবিবার পোশাকশিল্পী নিজেই তার ইনস্টাগ্রামের পাতায় ক্যাটরিনার মেহেন্দি অনুষ্ঠানের সাজের খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন।

মেহেন্দির দিন ক্যাটরিনা পরেছিলেন বিভিন্ন রঙের মটকা সিল্ক দিয়ে তৈরি লেহঙ্গা। সঙ্গে অর্গ্যানজা ওড়না, যেটি সব্যসাচীর ‘গ্র্যাজুয়েশন কালেকশন’-এর অংশ। কাশগর বাজার থেকে আনা হয়েছে। এই অর্গ্যানজা ওড়নার উপর এমব্রয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের আঞ্চলিক লোককথা এবং যাযাবর সংস্কৃতির কাহিনি।

মেহেন্দির সন্ধ্যায় ক্যাটরিনা নিজেকে সাজালেন সব্যসাচীর হেরিটেজ জুয়েলারি থেকে নেওয়া হিরে, পান্না, নীলকান্তমণি, মুক্তো, ট্যুরমালাইন, স্পিনেল এবং রুবির মতো বহুমূল্য নবরত্ন দিয়ে তৈরি করা হারে।

অন্যদিকে, ভিকি কৌশল পরেছিলেন র’সিল্কের একটি গলাবন্ধ জ্যাকেট। সঙ্গে মিন্ট সিল্কের একটি কুর্তা এবং ব্যঙ্গালোর আইভরি সিল্কের চুড়িদার।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি