বিজয় দিবসে হাতিরঝিল মাতাবেন জেমস-হাসান-টুটুল
প্রকাশিত : ১৭:৪৪, ১৫ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। বহু দিন ধরে তারা ব্যান্ড সংগীতের আঙিনা মাতিয়ে রেখেছেন। এক মঞ্চেও বহু কনসার্টে দেখা গেছে তাদের। তবে মাঝখানে বেশ লম্বা সময় তাদের একসঙ্গে দেখা যায়নি কোন মঞ্চে। সেই বিরতি কাটিয়ে আবার একই আয়োজনে গান করতে আসছেন ব্যান্ড গানের এই দুই নন্দিত তারকা। তাদের সঙ্গে থাকবেন আরেক জনপ্রিয় গায়ক এসআই টুটুলও।
১৬ ডিসেম্বর রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’-এ পারফর্ম করবেন এই তিনজন।
বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬দিন ব্যাপী এক মহাআয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।
আয়োজনের অংশ হিসেবেই ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সেখানে গাইতে দেখা যাবে জেমস, হাসান ও এস আই টুটুলকে। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এমএম