ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্ত্রীর কাছে প্রতিনিয়ত মিথ্যা বলেন অমিতাভ বচ্চন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১৭ ডিসেম্বর ২০২১

বলিউডের কিংবদন্তী দম্পতি অমিতাভ বচ্চন-জয়া বচ্চন। বছর যত গড়িয়েছে তাদের সম্পর্ক হয়েছে আরও মজবুত। দুজনের খুনসুটিতে ভক্তরা বরাবরই মজা পেয়েছেন। আবারও তেমনই এক ঘটনার সাক্ষী হলো সবাই। এবার এমনই এক স্বীকারোক্তি দিয়েছেন বিগ বি , যা শুনেই অবাক সবাই! 

ঘটনাটি ঘটে ‘কৌন বানেগা ক্রোড়পাতি’ অনুষ্ঠানের সেটে। অনুষ্ঠানটির সঞ্চালক অমিতাভ বচ্চন। শুক্রবারের পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতোী নীনা গুপ্তা এবং গজরাজ রাও। 

সেখানেই কথার প্রসঙ্গে গজরাজ রাও ভারতীয় এই কিংবদন্তীকে প্রশ্ন করেন, ‘‘কোনও কিছু থেকে বাঁচার জন্য অমিতাভ কী জয়াকে কখনও মিথ্যে কথা বলেছেন?’’

এমন প্রশ্নে অমিতাভ কিচ্ছুক্ষণ চুপ করে গজরাজকে বলেন, আগে আপনি বলুন! এমন পাল্টা প্রশ্নে আমতা আমতা সুরেই গজরাজ এড়িয়ে যান অমিতাভের প্রশ্নটি। যদিও অমিতাভ বুঝতে পেরেছেন গজরাজের স্ত্রী সেটে উপস্থিত আছেন বলেই তার পক্ষে এই উত্তর দেওয়া কষ্টকর হয়ে পড়েছে।

পরে অমিতাভ বলেন, ‘‘স্ত্রী জয়াকে প্রতিদিন মিথ্যা কথা বলতে হয় তার। শুনেই হেসে খুন গজরাজ এবং অন্যরা।’’ একথা শুনেই হেসে খুন গজরাজ এবং অন্যরা। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএম/এসবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি