ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে করা নয়, সুখী থাকাটাই বড়, রুক্মিণীকে নিয়ে বললেন দেব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ১৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যে হারে বিয়ে ভাঙছে, তাতে বিয়ে করার চেয়ে ভাল থাকাটাই বেশি জরুরি। সম্প্রতি এক লাইভ আড্ডায় এই কথাই বলেলন টালি সুপারস্টার দেব। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টালি অভিনেত্রী রুক্মিনীর সঙ্গে সম্পর্কে আছেন তিনি। 

 কলকাতার আনন্দবাজার অনলাইনের শনিবাসরীয় লাইভ আড্ডায় এসে এই প্রথম সরাসরি এমন বিষয়ে কথা বললেন সাংসদ-তারকা দেব।

বললেন, ‘‘বিয়ে তো যে কোনও দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবও। এত ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে? তখন?’’

এই কারণেই বুঝি সাত পাকের বাঁধা পড়ছেন না দেব। 

বাকিদের মতো ‘সম্পর্কের নিরাপত্তাহীনতায়’ ভুগছেন কিনা এমন প্রশান করা হলে তা অবশ্য এক কথায় নাকচ করেছেন অভিনেতা।

বললেন, তিনি বিবাহ নামক প্রতিষ্ঠানে বিশ্বাসী। কিন্তু এক্ষুণি বিয়ের পিঁড়িতে বসতে মানসিক ভাবে প্রস্তুত নন। কারণ, তার কাঁধে প্রচুর দায়িত্ব। সামনে প্রচুর কাজ। একই সঙ্গে, ‘তার বান্ধবী রুক্মিণী মৈত্র’, এই তকমাতেও সিলমোহর দিয়েছেন দেব।

বলেছেন, ‘‘রুক্মিণী সবে বলিউডে কাজ করতে শুরু করেছে। পাশাপাশি, বাংলাতেও কাজ করছে। আমি ওর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’’

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি