ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত হয়ে ট্রোলের শিকার কারিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৪:৪২, ১৯ ডিসেম্বর ২০২১

বান্ধবীদের সঙ্গে জমিয়ে পার্টি করার ফলেই নাকি করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অন্তত সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগেই ট্রোল করা হচ্ছে কারিনাকে। নেটিজেনদের একাংশের মতে, গত বছর ডিসেম্বর থেকেই কারিনার জীবনযাত্রা লাগামহীন। তার ফলই নাকি ভোগ করছেন তিনি।

এ নিয়ে কোনও মন্তব্য না করলেও হোম আইসোলেশনে থেকে জানিয়েছেন মন খারাপের কথা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন দুই সন্তানকে খুবই মিস করছেন তিনি।

‘‘কোভিড আই হেট ইউ। আমার সন্তানদের খুব মিস করছি। তবে দেখা হবে জলদি!’’- ইনস্টাগ্রামে এমনটাই লিখেছেন কারিনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কিছুদিন আগেই মালাইকা আরোরা ও কারিশমা কাপুরের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল কারিনাকে।  এরপরই কারিনার সঙ্গে করোনায় আক্রান্ত হন  আরোরাও। 

২০২০ সাল থেকে বলিউডের একাধিক তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগই এই ভাইরাসকে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি